ইছলামের প্রাথমিক যুগ হইতে যে সমস্ত মহাপুরুষগণ অকাতরে নিজেদের জান ও মাল কোরবান করিয়া দ্বীন ইছলামকে সুপ্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন, বিশেষ করিয়া এই মুখতা ও বর্বতার যুগে পঞ্চমহাদেশ বিজয়ী যেই স্বনামধন্য মহাপুরুষদ্বয় হজরত মাওলানা ইলিয়াছ (রহঃ) ও হজরত মাওলানা ইউছুফ (রহঃ) দাওয়াতের নামে এক আওয়াজ তুলিয়া সারা বিশ্ব মানবতাকে নাজাতের সঠিক সন্ধান দেখাইয়া গিয়াছেন তাঁহাদের পবিত্র আত্মার উদ্দেশ্যে আমি আমার এই ক্ষুদ্র অনুবাদটি উৎসর্গ করিলাম।মূল লেখক:শায়খুল হাদীছ হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া ছাহারানপুরী (রহঃ).অনুবাদক:মাওলানা মোঃ ছাখাওয়াত উল্লাহ্